নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্রপুর মামলায় ফের শুনানি হবে মাধ্যমিকের পর।প্রধান শিক্ষকের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন করলেন বিচারপতি। বিচারপতি বিশ্বজিৎ বসু সকল অভিযুক্তকে গ্রেফতার করার অনুমতি দেন। নরেন্দ্রপুর স্কুলে তান্ডবের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আদালতে রাজ্য সরকারের আইনজীবী প্রশ্ন করেন FIR -এ নাম থাকা সকলকে গ্রেপ্তার কেন করা যায়নি? আগাম জামিনের আবেদন করলেও গ্রেপ্তারের দাবি জানান তিনি। প্রধান শিক্ষককে ইতিমধ্যেই ৩০শে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে। বিচারপতি বলেন আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেপ্তার করবে। এরপর শুনানি হবে মাধ্যমিকের পর।