হরি ঘোষ, অন্ডাল : শনিবার ঈদ। তার আগে শুক্রবার বিভিন্ন মসজিদের ইমামদের শুভেচ্ছা জানিয়ে উপহার দিলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
মুসলিম সম্প্রদায়ের মানুষের বড় ধার্মিক অনুষ্ঠান ঈদ। এক মাস রোজা রাখার পর হয় খুশির ঈদ উৎসব। শুক্রবার হল শেষ রোজা। উৎসবের আগের দিন শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাশাপাশি সংলগ্ন উখড়ার বিভিন্ন মসজিদের ইমামদের পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কোথাও নিজে, কোথাও দূত মারফত পাঠান শুভেচ্ছা বার্তা ও ফল, মিষ্টি, উপহার। তৃণমূলের উখরা অঞ্চল সভাপতি শরণ সাইগল এদিন উখড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচটি মসজিদে বিধায়কের শুভেচ্ছা বার্তা ও ফল, মিষ্টি, উপহার তুলে দেন সংশ্লিষ্ট মসজিদ গুলির ইমামদের হাতে । উখড়া পুরাতন জামা মসজিদের ইমাম মোহাম্মদ ইয়াকুব খান বলেন, ''বিধায়কের শুভেচ্ছা বার্তা ও উপহার পেয়ে আমরা খুব খুশি । আল্লাহর কাছে দোয়া রইল বিধায়ক যেন সর্বদা সুস্থ থাকেন, তার দীর্ঘ আয়ু কামনা করি ।'' বিধায়কের দূত তথা উখরা অঞ্চলের তৃণমূল সভাপতি শরণ সাইগল জানান, ''ঈদ মুসলিম সম্প্রদায়ের ধার্মিক অনুষ্ঠান হলেও ঈদ উৎসব সবার । উৎসব সবার ভালো কাটুক সম্প্রীতি বজায় থাকুক।''