নিজস্ব সংবাদদাতা: আজ কৃষ্ণনগরে চলছে মোদির জনসভা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি প্রথম থেকেই বিজেপির দখলে ছিল। পরে সেটি তৃণমূলের দখলে যায়। তবে এই মুহুর্তে আবার এই কেন্দ্রে নেই কোনও সাংসদ। কেননা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এই মুহুর্তে আর সাংসদ নেই। ‘ক্যাস ফর কোয়ারি’ কেসে তাঁকে বহিষ্কার করা হয়েছে সাংসদ পদ থেকে। এই রাজনৈতিক তর্জা চললেও বিজেপি এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নয়। তাই তো আজকের সভা থেকে সেই কথা স্মরণ করালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন সভা স্থল থেকে তিনি বলেন, “এই রকম সাংসদকে মেনে নেবেন কি যিনি কিছু টাকার লোভে লোকসভার গোপনীয় তথ্য বিক্রি করে দিয়েছে। তৃণমূল নেতারা মানে না যে প্রধানমন্ত্রী দেশের জন্যে, এই রাজ্যের জন্যে কী কী করেছেন। এমনকি তৃণমূল নেতাদের রক্তে যে ভ্যাকসিন বয়ে চলেছে তাও নরেন্দ্র মোদির দেওয়া। তাঁদের রক্তে নরেন্দ্র মদি ঘুরে বেড়াচ্ছে”।