মোদী সরকারের নয়া উদ্যোগ, কার্ড ছাড়াই ATM থেকে উঠবে টাকা!

বুধবার বিজেপির তরফে টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, UPI ATM খুলতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে গ্রাহকরা কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন। শুধু UPI-এর QR code-এর প্রয়োজন হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
narendra modi edited .jpg

নিজস্ব সংবাদদাতা:  বুধবার বিজেপির তরফে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, "দেশ জুড়ে এবারে UPI ATM খুলতে চলেছে  নরেন্দ্র মোদী সরকার। একনজরে দেখে নিন কার্ডলেস ATM -এ কি কি সুবিধা পাচ্ছেন..."

এরপরেই বিজেপির তরফে জানানো হয়েছে, 'UPI ATM-এর সাহায্যে ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তোলা যাবে। UPI-এর QR code ব্যবহার করে টাকা তোলা যাবে। ATM থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স নেওয়ার প্রয়োজন নেই। গ্রাহক নিজেই UPI অ্যাপে গিয়ে নিজের ব্যালেন্স দেখতে পাবেন।'