নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নন্দীগ্রামের ২ টি বুথেই জয় পায় বিজেপি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-12-09 at 12.00.53

File Picture

নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজির পরে এবার তৃণমূল কর্মী খুন। ভোট শেষ হওয়ার পর রাতভর ধরে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। 

নন্দীগ্রামে বিষ্ণুপদ মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে ভোজালীর কোপ মেরে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ বনধ শুরু করেছে তৃণমূল কর্মী নেতৃত্বরা। 

নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের ৭ নম্বর জালপাই গ্রামের ঘটনা। মৃত সাত নম্বর জলপাই বুথের তৃণমূল বুথ সভাপতির দাদা। বুথ সভাপতিও গুরুতর জখম। তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

a1223

গতকাল তমলুক কার্ড ব্যাংকের ভোট ছিল, সেই ভোটে বোমাবাজি, লাঠিসোটা নিয়ে মারধরের অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামের ২ টি বুথেই জয় পায় বিজেপি। তারপর রাতভর তাণ্ডব চালায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এমনটাই অভিযোগ। কালিচরণপুরে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে হামলা চালায়। গুরুতর জখম হওয়ায় তাকে তড়িঘড়ি তমলুক হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আজ তারই প্রতিবাদে সকাল থেকে চলছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ কর্মসূচী। 

WhatsApp Image 2024-12-09 at 12.00.03