নিজস্ব সংবাদদাতা: নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে গ্রেফতার বেড়ে ১। সিসিটিভিতেই ধরা পড়েছিলেন সন্তোষ খুনে মূল অভিযুক্ত রঞ্জিত সাউ। ওই তৃণমূল কর্মীকে খুনের পর হুগলির রিষড়ায় পালিয়ে যায় রঞ্জিত। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল কয়েকদিন। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ।
যদিও এখনও অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া বাকি ৪ জন এখনও অধরা।