নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অধরা

অর্জুন সিংয়ের সঙ্গে রাজেশের ছবি দিয়ে প্রচারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর। ছবি তুলতে আসে অনেকেই, দাবি অর্জুনের। মজদুর ভবনে যেত, দাবি ধৃতের বাবার।

author-image
Jaita Chowdhury
New Update
gunfire

ফাইল চিত্র


নিজস্ব সংবাদদাতা: নৈহাটিতে (Naihati) তৃণমূল কর্মী খুনে (TMC Worker Murder) মূল অভিযুক্ত রাজেশ সাউ। ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়েব এখনও অধরা অভিযুক্ত। অর্জুন সিংয়ের (Arjun Singh) সঙ্গে রাজেশের ছবি দিয়ে প্রচারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর। ছবি তুলতে আসে অনেকেই, দাবি অর্জুনের। মজদুর ভবনে যেত, দাবি ধৃতের বাবার।