দুঃসাহসিক জঙ্গি হানায় বরাত জোরে প্রাণে বেঁচেছে নদীয়ার পরিবার

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বরাত জোরে প্রাণে বাঁচলেন নদীয়ার দম্পতি। আতঙ্ক এখনো কাটেনি। সংবাদ মাধ্যমে জানালেন দম্পতি।।

author-image
Jaita Chowdhury
New Update
পূর্ব কঙ্গোতে একের পর এক জঙ্গি হামলা, নিহত ২২

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া দুঃসাহসিক জঙ্গি হানায় বরাত জোরে প্রাণে বেঁচেছে নদীয়ার কৃষ্ণনগর বউবাজারের দম্পতি। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ । ঘটনাস্থলের কিছুটা দূরেই ছিলেন তারা , তবে একটু ভগবান দর্শন এ গিয়ে বরাত জোরে প্রাণে বেঁচে গেছে নদীয়ার দম্পতি। বর্তমানে শ্রীনগরে থেকে পেহেলগাও এর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সংবাদমাধ্যমের সামনে। নদীয়ার কৃষ্ণনগর বৌবাজারের বাসিন্দা সুদীপ্ত দাস এবং তার স্ত্রী দেবশ্রুতি দাস গিয়েছিলেন কাশ্মীরে হানিমুনে । আর আজ তারা পেহেলগাওয়ের পাশেই ছিলেন মিনি সুইজারল্যান্ড নামক একটি জায়গাতে। তবে ঘটনাস্থল থেকে একটু দূরে একটি শিব মন্দিরে গিয়ে তারা মন্দির দর্শন করার সময় খবর পান জঙ্গিহানা হয়েছে। তাতেই প্রাণ গেছে বহু পর্যটকের। এরপর কোনরকমে কাশ্মীরি বাসিন্দাদের সাহায্যে ঘটনাস্থল থেকে চলে আসেন শ্রীনগরে। বর্তমানে একটি হোম স্টে তে রয়েছেন তারা। তবে যাদের সাথে এতদিন ঘোরাফেরা করলেন সেই সমস্ত পর্যটকদের মৃত্যুর খবর শুনে রীতিমতো আতঙ্কিত দাস দম্পতি। যদিও ভারতীয় সেনাবাহিনীর তৎপরতাও যথেষ্ট রয়েছে কাশ্মীরজুড়ে সে কোথাও জানিয়েছে নদীয়ার দাস দম্পতি। বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

 

হোলিতে রাজ্যে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা!