ফের চলল গুলি! ভয়ে জখম অবস্থায় ২ ঘণ্টা বাড়িতে থাকলেন সিপিএম কর্মী

পুনর্নির্বাচনের আগের দিন আবারও উত্তপ্ত হল জেলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
shoot out

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোট গ্রহণ শেষ হলেও থামেনি হিংসা। রবিবার নদীয়ার নাকাশিপাড়ায় চলল গুলি। এই ঘটনায় এক সিপিএম কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, গুলিবিদ্ধ হলেও দুষ্কৃতীদের ভয়ে হাসপাতালে না গিয়ে তিনি প্রায় ২ ঘণ্টা বাড়িতেই বসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নাকাশি থানা পূর্ব পাড়া এলাকায়। আহতের নাম সাজ্জাদ মণ্ডল। 

সোমবার পঞ্চায়েতে পুনর্নির্বাচন। সেইমতো ২৫২নম্বর বুথের পাটয়াভাঙা এলাকায় এদিন প্রস্তুতি চলছিল। প্রস্তুতি কাজ করতে বেরিয়েছিলেন সাজ্জাদ। কাজ শেষ করে ভাই তারিকুল মণ্ডলের সঙ্গে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পাশের বাড়ির সামনে থেকে গুলি চালানো হয়। সাজ্জাদের দাবি, তিনি ভোটের দিন এলাকায় সন্ত্রাস ও ভোট লুঠের প্রচেষ্টা রুখে দেন। সেকারণেই ‘টার্গেট’ করা হয়েছে বলে অভিযোগ। 

,জ

সাজ্জাদ জানান, ভয়ে বাইক ফেলে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়েন। ডান পায়ে গুলি গিয়ে লাগে। তবে ভয়ে দিনের আলোয় হাসপাতালে যেতে পারেননি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।