পুলিশের ফোন! আত্মহত্যা! ঘনাচ্ছে রহস্য

যুবকের ফোনে ফোন এল থানা থেকে। তারপর থেকে নিখোঁজ। কয়েক ঘন্টা পর উদ্ধার দেহ। জামুড়িয়ার ঘটনায় ঘনাচ্ছে রহস্য। পুলিশ কী এমন বলেছিল? জানতে চায় পরিবার পরিজনেরা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া: থানা থেকে ফোন আসার পরেই আত্মহত্যা বছর ২৩ এর যুবকের।  এই অভিযোগ তুলে দেহ আটকে রেখে বিক্ষোভ  পরিবারের সদস্যদের  পাশাপাশি এলাকার মানুষজনের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত কুমারডিহা গ্রামের বাউরী পাড়ায়।  মৃত যুবকের নাম সুরোজ বাউরী। 
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮ নাগাদ  একটি ফোন আসে। সেই সময় সুরোজ খাবার খাচ্ছিল। ফোনে কথা বলার জন্য খাবার না খেয়েই উঠে যায়। তার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ফোন বন্ধ ছিল।  তাকে অনেক খোঁজাখুঁজি করেও  পাওয়া যায়নি।  তবে তার ফোন বন্ধ অবস্থায় বিছানায় পড়ে ছিল। তার ফোন চালু করে যে নাম্বার থেকে ফোন আসে সেই নাম্বারে ফোন  করলে জানতে পারা যায় সেই ফোন জামুড়িয়া থানা থেকে করা হয়েছিল ।  
এরপর শনিবার সকালে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় সুরোজের দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। যে পুলিশ তাকে ফোন করে ছিল তাকে ঘটনা স্থলে আসার জন্য দাবি জানান, এমন কি কথা ফোনে বলে ছিল যে তার জন্য তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হল, সেই প্রশ্নও ওঠে। প্রায় ঘন্টা ৪ পর পুলিশ  পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই গ্রামের এক মেয়ে ও তার দাদু  ওই যুবকের নামে থানায় অভিযোগ করতে গিয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য থানা থেকে ওই যুবককে ফোন করে থানায় দেখা করার কথা জানিয়ে ছিল বলে জানা গিয়েছে।  তবে ওই মেয়ে ও তার দাদু কি বিষয়ে অভিযোগ   করতে গিয়ে ছিল সেই বিষয়ে এখনো জানা যায়নি।