মহিলার পেটে ক্ষত, খুন নাকি অন্য কিছু?

ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রামের এক আদিবাসী মহিলা ছাগল চড়াতে গিয়েছিলেন। মঙ্গলবাঁধি খালের কাছে একটি গাছের নিচে মহিলাকে পড়ে থাকতে দেখে একটি ছেলে।

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
death

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রামের এক আদিবাসী মহিলা ছাগল চড়াতে গিয়েছিলেন। মঙ্গলবাঁধি খালের কাছে একটি গাছের নিচে মহিলাকে পড়ে থাকতে দেখে একটি ছেলে। ছেলেটি গ্রামবাসীদের এবং পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজনরা মহিলাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মহিলার পেটে ক্ষতের দাগ রয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম পূর্ণিমা মান্ডি, বয়স আনুমানিক ৩২। বাড়ি সাঁকরাইল (Sankrail) ব্লকের লাউদহ গ্রামের আদিবাসী পাড়াতে। পুলিশ (Police) এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল খতিয়ে দেখা হয়েছে। তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। পরিবারের দাবি, খুন করা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিক পুলিশ, এমনই দাবি এলাকাবাসীদের। এই ঘটনার পরে এলাকায় যেমন শোকের ছায়া নেমেছে, তেমনই আতঙ্কিত এলাকার মানুষজন।