নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর হত্যাকাণ্ডের মামালার মধ্যেই এবার সামনে এল আর এক রহস্য মৃত্যুর ঘটনা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/11/SFI-Police-clash_N.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বর্ধমানে আদিবাসী ছাত্রী গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে হোস্টেলের ঘর থেকে। জানা গিয়েছে যে, সে ফার্মসির ছাত্রী ছিল।
/anm-bengali/media/post_attachments/f89ba92a87c70e8d89a1a2242f83b5f405174278b723d39129b16955a7426410.jpg)
আজ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে বসেছে বাম ছাত্র যুব সংগঠন। পুলিশ এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।
/anm-bengali/media/post_attachments/cbabda18-9d2.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)