দুর্গাপুরে দুটি সরকারি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় ও রাইরানী দেবী গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষকের আলমারির লকার ভাঙা অবস্থায় দেখা যায়। তবে কোনও নগদ টাকা চুরি হয়নি বলে জানা গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা: শীতের সকালে দুর্গাপুরে একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরি। চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘনাচ্ছে রহস্য! বৃহস্পতিবার সকালে স্কুল খোলার সময় শিক্ষিক শিক্ষিকারা দেখেন, প্রধান শিক্ষকের রুমের আলমারির লকার ভাঙা। সেখানে গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকা ছিল। দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু আবাক করা বিষয় দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় ও রাইরানী দেবী গার্লস হাই স্কুল নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এখানে প্রশ্ন উঠছে কি কারনে এই দুষ্কৃতী একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয় এমন ঘটনা ঘটাল। কী রহস্য রয়েছে? তা নিয়ে তদন্তে নেমেছে কোক ওভেন থানার পুলিশ৷