থ্রেট কালচার-মেডিকেলে গঠন ৭ সদস্যর তদন্ত কমিটি!

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
lkjb

file pic

নিজস্ব স্নগবাদ্দতাঃ নানারকম ‘কালচার’-এর কথাই শোনা যায়। তবে আরজিকরের আবহে সেই তালিকায় যুক্ত হয়েছে ‘থ্রেট কালচার’। দিকে দিকে মেডিকেল কলেজগুলোতে এই সিন্ডিকেটের রমরমা চলছে। শুধু কলকাতা নয়, জেলার মেডিকেল কলেজ হাসপাতালেও এই এক অভিযোগ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবার ‘থ্রেট কালচার’-এর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ। এই তদন্ত কমিটিতে রয়েছেন সাতজন।

আরজি করের ঘটনার আবহে মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ ওঠে। এমনও অভিযোগ ওঠে, ‘উত্তরবঙ্গ লবি’র দাপটেরও। সেই অভিযোগের সত্যতা উদঘাটনে এবার তদন্ত কমিটি গঠন করা হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।

সাতজনের এই কমিটিতে একজন আহ্বায়ক, একজন চেয়ারপার্সন ও পাঁচজন সাধারণ সদস্য আছেন। তালিকায় আছেন মেডিকেল কলেজের ডিনও। আছেন বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টও। মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনও অপ্রীতিকর ঘটনা বা হুমকির ঘটনায় তদন্ত করবে এই কমিটি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।