বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর- আপনার ভাবনার বাইরে বড় দলকে নিশানা বিজেপি নেতার, কোন দলকে নিশানা করলেন বিজেপি নেতা?
হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই- কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা
আমাদের দোষ কী? আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? পাকিস্তানী মহিলা তুললেন প্রশ্ন
কেমন যাবে তুলা রাশির আজকের দিন?
কেমন যাবে বৃশ্চিক রাশির আজকের দিন?
রাশিফল- এই দুই রাশির দিন আজকে দারুন যাবে
রাশিফল: এই ২ রাশি যদি আপনার হয় তাহলে আজ আপনার রাশিফল দেখা উচিত- লজ্জা, বিপদ
শোরুমে আগুন
আবহাওয়ার লেটেস্ট আপডেট: গরমের ছক ভাঙবে! জানুন দিনের আবহাওয়ার খুঁটিনাটি

অধীরের সভা, অগ্নিগর্ভ রানিনগর! তৃণমূলের পার্টি অফিস এবং থানায় ভাঙচুর

অধীরের সভা শেষ হতেই ভয়ঙ্কর রানিনগর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
congress dalit.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাতে নতুন করে উত্তপ্ত হল রানিনগর। মুর্শিদাবাদের রানিনগরে শুক্রবার সভা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সেই সভা শেষে অধীর চৌধুরী চলে যাওয়ার পর কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে বলে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রানিনগর। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। এমনকী তৃণমূলের পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। থানা ভাঙচুরের অভিযোগও উঠেছে। অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই থানায় ভাঙচুর চালিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকে কংগ্রেসের সমর্থক বলেই এলাকায় পরিচিত। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানান এই ধরনের ঘটনা কখনই কাঙ্খিত নয়। তবে সভা চলাকালীন একটি মিছিল আসার পথে পুলিশ বাধা দিয়েছিল বলে দাবি করেন অধীরবাবু। তা থেকেই ঘটনার সূত্রপাত।

অধীরবাবুর বলেন, "আমি সভা শেষে চলে যাওয়ার সময় দলীয় কর্মী ও সমর্থকদের বলেছিলাম যাতে নতুন করে আর কোনও গন্ডগোল না হয়। মিছিল থেকে যদি কাউকে পুলিশ আটক করে, তাঁদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করার জন্য দলীয় কর্মীদের বলেছিলাম।"