'গণতন্ত্রের হত্যা'! পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

আজ আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল। তারপর থেকেই আক্রমণে সামিল হয়েছে বিরোধী। টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Anusmita Bhattacharya
New Update
suvendu.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ ঘোষণা করা হল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণের। প্রথমবারের মতো ব্লক স্তর, জেলা স্তর বা রাজ্য স্তরে একক সর্বদলীয় বৈঠক না করে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে, অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণার পদ্ধতি থেকেই এটা স্পষ্ট যে তারা আঞ্চলিক তৃণমূল দলের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে সক্রিয়ভাবে কাজ করবে। নির্বাচনের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে তার জন্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দায়ী করেছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হল।