চাঁদিফাটা রোদে জীবন যুদ্ধে ট্রাফিক পুলিশরা, পাশে দাঁড়ালেন নগরপাল

সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে নববর্ষের দিন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি, আইপিএস ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওআরএস, জলের বোতল, গ্লুকোজ, রোদ চশমা, ছাতা, প্রিকলি হিট পাউডার তুলে দিলেন ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে।

author-image
Pallabi Sanyal
New Update
howrah police

HowrahCityPolice

নিজস্ব সংবাদদাতা : বৈশাখের আগমনের আগে থেকেই দাবদাহে জ্বলছে গোটা রাজ্য। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, চাঁদিফাটা রোদকে মাথায় নিয়েই নিজেদের কর্তব্য করে চলেছেন ট্রাফিক পুলিশরা। নববর্ষে তাদের কথা ভেবে এগিয়ে এলেন নগরপাল। সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে, কর্তব্যরত অবস্থায় তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আজ  নববর্ষের দিন হাওড়ার নগরপাল  প্রবীণ কুমার ত্রিপাঠি, আইপিএস ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওআরএস, জলের বোতল, গ্লুকোজ, রোদ চশমা, ছাতা, প্রিকলি হিট পাউডার তুলে দিলেন ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে।