বিরসা মুন্ডার জন্মদিন পালনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

মুন্ডা বিদ্রোহ হয়েছিলো মূলত ছোটনাগপুর অঞ্চলে,মূল কেন্দ্র ছিলো রাঁচি এবং সিংভূম অঞ্চলে। উনবিংশ শতকে এই বিদ্রোহের সম্প্রসারিত রূপ ছিলো মুন্ডা বিদ্রোহ।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত বিরসা মুন্ডার জন্মজয়ন্তি উদযাপন চলছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে।

r

অনুষ্ঠানে উপস্থিত আছেন  রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, জেলাশাসক খুরশেদ আলি কাদেরী, জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু সহ অন্যান্যরা।

hiren

বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা।পাশাপাশি এদিন এলাকার বেশ কিছু বেনিফিসারিকে সরকারি পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি সারাদিন ধরে চলে আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। 

hiring.jpg