ঘাটালে শুরু হয়েছে পরিযায়ী পাখিদের আনাগোনা, পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের

এবছরে শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে সারল হাঁস,জল পিপি,ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি।পাখি দেখতে জলাশয়ে ভিড় করে পাখি প্রেমী মানুষ। জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের।

author-image
Tamalika Chakraborty
New Update
ghatal cover.jpg



নিজস্ব সংবাদদাতা: অন্যান্য বছরের মতো এ বছরও শীতের শুরুতেই ভিন দেশ থেকে উড়ে এসে ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসিংহপুরের জলাশয়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল। শীত পড়তেই ঘাটালের জলাশয়ে আসতে শুরু করেছে পাখিরা। এলাকার বাসিন্দাদের মন আনন্দে ভরে উঠেছে। তাঁদের দাবি, শীতের এই কয়েকটা মাস পাখিদের কলরবেই তাঁদের ঘুম ভাঙে আবার দিনের শেষে কিচিরমিচির আওয়াজ করে উড়ে যায় ওরা। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিযায়ী পাখিদের জন্য। এলাকাবাসীরা নিজেরাই পাহারা দেন যাতে পাখিদের কেউ বিরক্ত না করেন। এলাকাবাসীর দাবি, বহু দুরদুরান্ত থেকে মানুষ আসেন এই পাখি দেখতে, তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক ঘাটাল পৌরসভা এমনই দাবি তুলছেন স্থানীয়রা।