ত্রাণ দিতে গিয়ে প্রাণ খোয়াতে বসেছিলেন মৌসম, অল্পের জন্যে রক্ষা!

এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mkkjo

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিদর্শন করতে যাচ্ছেন সাংসদ বিধায়করা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন তারা। কতটা জল উঠেছে, কি কি সমস্যা হচ্ছে মানুষের সবটাই খতিয়ে দেখছেন। এদিকে পূজা উদ্বোধন করলেও মুখ্যমন্ত্রীর মন পড়ে রয়েছে বন্যা আক্রান্তদের দিকে। আর তারই মাঝে ঘটে যাচ্ছিল বিপদ!

বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করতে গিয়ে নিজেই বন্যার জলে তলিয়ে যাচ্ছিলেন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর। অল্পের জন্য তিনি নদীতে তলিয়ে যাওয়া থেকে বেঁচে গেলেন। বরাত জোরে প্রাণে রক্ষা পেলেন জেলা তৃণমূলের নেতা সৌমিত্র রায়। 

njkop

প্রসঙ্গত মালদার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম। কথা বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। তাদের সমস্যার কথা শুনে তাদের হাতে সাহায্য তুলে দেন। এদিকে ফুলহার নদীর জল বেড়ে গিয়েছে। দুই দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে। এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। নৌকো নিয়ে পরিদর্শন করতে গিয়ে বিপাকে পড়েন মৌসম। নৌকায় যাবার সময় ডুবে যাচ্ছিলেন নদীতে। এদিকে তাকে বাঁচাতে ছুটে আসেন মাঝিরা। শেষ পর্যন্ত কোনরকমে টেনে তাকে পারে তোলা হয়। 

hjhko

ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলে। প্রসঙ্গত এই রতুয়ার মহানন্দাটোলা এলাকায় দুই দিন আগেই নৌকাডুবি হয়েছে। তাতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সেখানেই পরিদর্শনে গিয়ে বিপদে পড়েন তৃণমূল সাংসদ।

Adddd