মায়ের স্বপ্নাদিষ্ট ওষুধেই এবার সারবে সব রোগ, মন্দিরের বাইরে ভক্তের ঢল

৪০০ বছরের পুরনো দেবী ধন্বন্তরী মন্দির।

author-image
Adrita
New Update
হগ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মায়ের স্বপ্নাদিষ্ট ওষুধই হল সব রোগের মোক্ষম দাওয়াই। জানতে চান এই বিস্ময়কর ঘটনা কোথায় ঘটেছে ? জানা গিয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনার মজিলপুরে রয়েছে দেবী ধন্বন্তরী মায়ের মন্দির। কথিত আছে যে, মজিলপুরের এই মন্দিরের বিশেষত্ব হল, এখানকার আরাধ্য দেবীর স্বপ্নাদেশ। এই দেবীর দেওয়া ওষুধ খেয়েই বহু ভক্ত কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন। 

Dhanwantari Kali Mandir Archives - Drishtibhongi দৃষ্টিভঙ্গি

এই মন্দির সম্পর্কে বলা হয় যে, মজিলপুরের ঠাকুরবাড়ির আদিপুরুষ ছিলেন রাজেন্দ্রলাল চক্রবর্তী। পরবর্তী সময়ে ভৈরবানন্দ নামে এক তন্ত্রসাধকের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি। স্থানীয়দের বিশ্বাস, একদা এই ভৈরবানন্দ একটি স্বপ্নাদেশ পান। এবং স্বপ্নাদিষ্ট হয়ে একটি জলাশয় থেকে ৩০০ বছরের প্রাচীন একটি বিগ্রহ তুলে আনেন তিনি। এবং ইনিই হলেন মা ধন্বন্তরী কালী। যার স্বপ্নাদেশে দেওয়া ওষুধে সেরে যায় অসুখ বিসুখ। 

Dhanwantari Temple - Wikidata

 

Add 1