'ওস্তাদের মার শেষ রাতে', পাল্টি খেল আবহাওয়া, ব্যাপক বৃষ্টি আসছে

আগামী বেশ কয়েক দিন এখনও দেশের বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি রয়েছে মৌসম ভবনের তরফে।

author-image
SWETA MITRA
New Update
akash kalo.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় একটা কথা আছে না, 'ওস্তাদের মার শেষ রাতে'। হ্যাঁ রাজ্যের বর্তমান আবহাওয়া (Weather) নিয়ে একপ্রকার তেমনই ইঙ্গিত মিলছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দফায় দফায় বৃষ্টি (Heavy Rainfall) হয়েই চলেছে কলকাতা সহ রাজ্যের একের পর এক জেলায়। আজও সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিতে ভিজছে রাস্তাঘাট। সাত সকালে রাস্তায় বেরিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে। তবে এখনই কিন্তু এই দুর্ভোগ থামছে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিসের বিজ্ঞানীরা। এই প্রসঙ্গে, আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "দেশের বেশ কয়েকটি অংশে নতুন করে নিম্মচাপ তৈরি হচ্ছে। আপাতত বর্ষা বিদায়ের কোনও ইঙ্গিত মেলেনি। এবার বর্ষা বিদায়ে বেশ কিছুটা দেরিই হবে। চলতি মাসে তিন-চার তারিখের পর গতি পেয়েছে বর্ষা। সেপ্টেম্বরে বর্ষা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে মনে হয়।" এদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি। আগামীকাল শুক্রবার অবধি কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।