স্বস্তি দিতে উত্তরবঙ্গে হাজির বর্ষা, সাতসকালেই জানা গেল তার উপস্থিতি

গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রাক বর্ষার বৃষ্টি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rainfall up.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পূর্বাভাসটা আগেই ছিল, আজ তা পূরণ হল। গত সপ্তাহেই হাওয়া অফিস জানিয়েছিল, উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা। যার জন্যে গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রাক বর্ষার বৃষ্টি। আর এবার আজ সকালে দেখা মিললো তার।

y54y

সকাল থেকেই উত্তরবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। একই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও। একই সাথে কমবে তাপমাত্রার দাপটও। 

NYMTUHFJGYIUI

Add 1