আর্থিক তছরুপের অভিযোগ! স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের

অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠলো বিক্ষোভ।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERsch

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ের স্কুলে গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের। 

দীর্ঘ কয়েক বছর ধরে তাদের আর্থিক তছরুপের অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপরেও পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হন সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ। 

অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি জানান। তারপরেই গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তাদের বিক্ষোভ তুলে নেয়।