নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আবহে কত কিছুই ঘটছে। লাগাতার অশান্তি থেকে অব্যাহত দলবদল। এবার উঠলো এক নতুন অভিযোগ। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা! ভোটারদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে তৃণমূল! অভিযোগ বিজেপির। প্রতিবাদে জি টি রোড অবরোধ করলো রাজ্যের বিরোধী দল। চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এই নিয়ে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে এসডিও ও নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি।