ধুলোর চাদরে ঢাকা উত্তর ভারত, বর্ষার আগে বিপজ্জনক লক্ষণ, সতর্কতা জারি!
জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ‘তিরঙ্গা মিছিল’, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উদযাপন
গোয়ালডাঙা স্কুলে শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন করলেন জুন মালিয়া
আয়করে বড় ছাড়, মধ্যবিত্তের জন্য সুখবর জুলাই ২০২৫ থেকে
টানা পাঁচ দিনের অরেঞ্জ অ্যালার্ট, শিলা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, বিস্তারিত জানুন
দিল্লিতে হন্ডুরাসের দূতাবাস, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড়
Breaking : সকাল সকাল বেরিয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়— কেনো?
ভারতের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ! সিন্ধু জল চুক্তি নিয়ে মুখ খুলল পাকিস্তান
Breaking : পাক ঘনিষ্ঠ TRF জঙ্গিগোষ্ঠীকে ঘিরে রাষ্ট্রপুঞ্জে তৎপর ভারত

কাটমানির টাকা ফেরত চাইতেই কপালে জুটলো বেদম প্রহার, নিশানায় সেই তৃণমূল

চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
edit abas jogana.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী, ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা। মাটিতে ফেলে বেধড়ক মারধর বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বরুই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

c344

অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গা প্রসাদ সাহার কাছ থেকে একমাস আগে ৩০ হাজার টাকা কাটমানি নেন। চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই। এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর উপর। চলে বেধড়ক মারধর।

এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই মুহূর্তে দুর্গা প্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পঞ্চায়েত সদস্যার দাবি তিনি একটি বৈঠকে ছিলেন। তিনি কোন টাকা পাননি। এসব বিষয়ে জানেন না। 
বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রত্যেকে এই ভাবে টাকা নিয়ে রেখেছে। প্রশাসন মাইকিং যখন করছে তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক। না তো মানুষ গিয়ে বাড়ি ঘেরাও করুক। 

c5677

তৃণমূলের দাবি বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে দল পাশে থাকবে না।