নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো পুলিশের নাম করে ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। তল্লাশি চালিয়ে দুই জালিয়াতকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা।
/anm-bengali/media/post_attachments/195124e0f3f6d0ab164a3bb59b7638b80012a06589bd745b9bd1f8ebbe2cb981.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, ব্যবসায়ীর হোয়াটস অ্যাপে মেসেজ করে ডিজিটাল অ্যারেস্ট মেমো পাঠানো হয়। তাকে বলা হয় যে, গ্রেফতারি এড়ানোর জন্য তাকে তিন কোটি টাকা। ব্যবসায়ী ভয় পেয়ে টাকা দিয়ে দেন। কিছুদিন পরে ফের টাকা চায় অপরাধীরা। এরপরেই তিনি লালবাজারে অভিযোগ দায়ের করেন।
/anm-bengali/media/post_attachments/cc50c160b035f6e8232bff04f79d2a3a5021fa450e121652ee072692d01242bb.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)