নিজস্ব সংবাদদাতা : আধার প্যান লিঙ্কে কি বিপদ বাড়ছে? একের পর এক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় এমনই প্রশ্ন উঠছে। খড়গপুর শহরে টাকা উধাওয়ের ঘটনায় ব্য়াপক শোরগোল। নিমাই ঘোষ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রথমে আগস্ট মাসেই ১৯ এবং ২০ তারিখে পরপর দুদিন ১০ হাজার করে ২০ হাজার টাকা উধাও হয়ে যায়। এরপরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় তাড়াতাড়ি গিয়ে থানায় অভিযোগ করতে । সেই ঘটনার তদন্ত চলছিল। এরপর ফের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে পরপর দুই ধাপে দশ দশ করে মোট কুড়ি হাজার টাকা উধাও হয়ে যায় এরপরেই ১৩ সেপ্টেম্বর ফের গিয়ে খড়গপুর টাউন থানায় ফের লিখিত অভিযোগ জানান। একেতো ডেইলি প্যাসেঞ্জারি করেন তারপর ৪০ হাজার টাকা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কপালে। খড়গপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির ১৫,০০০ এবং এক ব্যক্তির ৪,০০০ টাকা উধাও হয়ে গেছে। গতকালই খড়গপুরের এক মহিলা ফেসবুকে পোস্ট করেছেন তার স্বামীর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে বেশ কিছু টাকা। তাহলে কি ব্যাঙ্কে টাকা রাখাও নিরাপদ নয়? প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি প্যান আধার লিঙ্ক বিপদ ঘনিয়ে আনছে?