আজই বর্ষার আগমন! বাংলায় কবে ঢুকছে? এবারে নাকি ৫ দিন আগেই
আসলে ভারতের পরিস্থিতি কেমন! পরিস্থিতি বুঝতে সোজা বিমান ঘাঁটিতে হাজির প্রধানমন্ত্রী
তুরস্কে ইউক্রেন-রাশিয়া আলোচনায় যোগ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প
জঙ্গি হামলার আগে পহেলগাঁওয়ের ছবি কেন? জঙ্গি হামলার মার্কিন সংস্থার যোগ নিয়ে বাড়ছে উদ্বেগ
জঙ্গিদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও এই প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারেন না প্রধানমন্ত্রী! প্রশ্নগুলো কী কী
CBSC: দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা- জানুন
BREAKING: ৯ তৃণমূল নেতা পেলেন জামিন! রয়েছেন ডেরেক-সাগরিকা-সাকেত
ভারত-পাক সংঘাত! এবার বড় পদক্ষেপ নিলেন রাজনাথ সিং
পাকিস্তানের আর পারমাণবিক ব্ল্যাকমেইল কাজ করবে না! মোদীর সুরে সুর মেলালেন এই নেতা

কালী পুজো করতে এসে বাড়ির মেয়ের শ্লীলতাহানী! পুরোহিতের বিরুদ্ধে উঠল অভিযোগ

কালী পুজো করতে এসে বাড়ির মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠল পুরোহিতের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
Rape

নিজস্ব সংবাদদাতা:  কালী পুজোয়  এক নাবালিকাকে  শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ পুরোহিতের বিরুদ্ধে। পুরোহিত ওই বাড়িতে পুজো করতে এসে কেক ও পয়সার লোভ দেখিয়ে নাবালিকাককে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়ির সদস্য ও প্রতিবেশীরা অভিযুক্ত পুরোহিতকে আটক করে রাখে। পরে পুলিশের হাতে  পুরোহিতকে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের গুসকরায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। 

rape3girl

৬৮ বছরের ওই বৃদ্ধ পুরোহিত ওই বাড়িতে দীর্ঘদিন ধরে পুজো করতেন।  কালীপুজোর দিন রাতে পুজো করে চলে যান তিনি। শুক্রবার ফের তিনি পুজো করতে আসেন। অভিযোগ পোশাক বদলানোর নাম করে ওই পুরোহিত সোজা দোতলায় চলে যান। সেখানেই তিনি ১২ বছরের কিশোরীকে শ্লীলতাহানী করেন বলে অভিযোগ। কিশোরী তার মাকে সব জানায়। পরে মা প্রতিবেশীদের ডাকেন। স্থানীয় বাসিন্দারা পুরোহিতকে আটক করে রাখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এলে, তাঁর হাতে অভিযুক্ত পুরোহিতকে তুলে দেওয়া হয়। কিশোরীর মা অভিযোগ করে বলেন, “সে দিন সকাল সাড়ে ৯টায় আসার কথা ছিল পুরোহিতের। কিন্তু তিনি অনেক আগেই চলে আসেন। এরপর ধুতি পাল্টাবেন বলে সোজা ওপরে চলে যান। ঘরে ঢুকে আমার মেয়েকে কোলে টেনে বসায়। ওকে কেক দেয়, হাতে ২০ টাকা দেয়।” কিশোরীর মা বলেন, পুরোহিতকে শ্লীলতাহানী করতে তাঁর ছেলে দেখে নেয়।