জুন মালিয়ার হাত ধরে শুরু হল 'মোহনপুর গ্রামীণ মেলার'

'মোহনপুর গ্রামীণ মেলার' সূচনা হয়েছে।

author-image
Aniket
New Update
v

File Picture

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর এলাকার, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে সুচারুভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে একাদশতম বর্ষ পেরিয়ে দ্বাদশ-বর্ষে পদার্পণ করল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর গ্রামীণ মেলা। বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে শুক্রবার মোহনপুর গ্রামীণ মেলার উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার সাংসদ তথা বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী জুন মালিয়া। একই মঞ্চে উপস্থিত ছিলেন  মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ও তপন প্রধান, বিশিষ্ট সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী, মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা দাস পাত্র, ব্লকের বিডিও জয়ন্ত সাহা-সহ বিশিষ্টজনেরা।


এদিনের এই মেলায় বহু মানুষের সমাগম হয়েছিল। মোহনপুর প্রান্তিক ব্লক, মোহনপুরের মানুষ চাষাবাদ করেছিল, চাষ উঠে গেছে আমন ধান এবং এরপরে বোরো ধান হবে তার মাঝেই এখানকার গ্রামের মানুষেরা একত্রিত হন, উড়িষ্যা পাশের রাজ্য সেখান থেকেও দোকানপাট আসে, এই মেলায় বলে দাবি করেন মেলা কমিটির প্রধান পৃষ্ঠোপোষক মাণিক কুমার মাইতি। এইবারে এই মেলার বিশেষত্ব হচ্ছে সাংস্কৃতিক মঞ্চে নয়টি স্কুলে ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে থাকবে বিচার ও, বিচারক তাদের এই অনুষ্ঠান দেখে নির্বাচন করবেন এবং আমরা সেই স্কুলগুলোর হাতে উপযুক্ত পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মাণিক কুমার মাইতি।