বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বিজেপির মুখোমুখি মোদী

বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটের পাঠ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোপালে শুরু হচ্ছে ‘মেরা বুথ, সবসে মজবুত’। এর মাধ্যমে ১০ লক্ষ বুথের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। বঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলবেন মোদী।

author-image
Ritika Das
New Update
modi2.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আর কয়েক দিন বাদেই বাংলায় পঞ্চায়েত ভোট। সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি কর্মীদের ভোটের পাঠ দিতে ময়দানে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মঙ্গলবার সারা দেশের ১০ লক্ষ বুথের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। ভোপালে শুরু হবে মোদীর এই নতুন কর্মসূচি যার নাম রাখা হয়েছে, ‘মেরা বুথ, সবসে মজবুত’।

জানা গিয়েছে, এই কর্মসূচি চলাকালীন বঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। এর আগে বাংলার বিধানসভা ও লোকসভা ভোটার সময় ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচি হয়েছিল। বিজেপি যে সকল রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে বুথ স্তরের জোর বেশি রয়েছে। তাই বঙ্গেও বুথ স্তরের ক্ষমতা বাড়াতে তৎপর রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, মোদীর বক্তব্য তাঁদের সর্বদাই প্রেরণা দেয়। তাই পঞ্চায়েত ভোটের আগেও প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্য বিজেপির কর্মীরা।