নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তথাগত রায়। নিজে ট্যুইট তো করেনই আবার উত্তরও দেন অন্যের ট্যুইটের। এবারও এক ব্যক্তির ট্যুইটের উত্তর দিলেন তিনি।
ওই ব্যক্তি ট্যুইট করে বলেন, "মোদী ১২৫০০০০০ কোটি ধার নিয়ে কি করলো হিসাব আছে কি? ঝেড়ে দিলো নাকি? এবার হিসাব দিতে হবে। এটা মাথায় রাখতে হবে"। এর সোজা জবাব দিলেন তথাগত রায়। তিনি বলেছেন, "বলেন কি সর্বনেশে কথা ! মাথায় রাখতে হবে ? তার উপর হিসেব দিতে হবে ? কিন্তু কার কাছে ? মমতার কাছে নাকি? 🤣🤣🤣" তথাগত রায়ের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
Narendra Modi | BJP | TMC | Mamata Banerjee