নিজস্ব প্রতিনিধি: দলীয় প্রার্থী প্রণব টুডুর সমর্থনে প্রধানমন্ত্রী ঝাড়গ্রাম সফর করবেন। আগামী ২০ তারিখ বিজেপি প্রার্থীর প্রচারে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে আজ তার প্রস্তুতি তুঙ্গে। সকাল সকাল ঝাড়গ্রামে নবনির্মিত ডিএম অফিস চত্ত্বর মাঠে চপার ল্যান্ড করে। গোটা জায়গাটা পর্যবেক্ষন করে বিশেষ নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভাস্থল পর্যবেক্ষন করেন বিজেপি রাজ্য নেতৃত্বরা। গতকাল থেকেই ভারতীয় জনতা পার্টির সংগঠন সম্পাদক বি.এল.সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী ভি. মুরলীধরন এবং রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সতীস ধন্দ সহ একাধিক নেতৃত্ব দফায় দফায় জেলার নেতা-কর্মীদের নিয়ে মিটিং করেন। লক্ষ্য বিজেপির সাংগঠনিক অবস্থা মেরামত করে প্রধানমন্ত্রীর সভা সফল করা।
রাজ্য বিজেপির সাধারন সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি বলেন, "মোদি জী আসছেন জঙ্গলমহলে। তাকে দেখার জন্য লাখ লোকের সমাগম হবে বলে আশাবাদী"। ২০১৯ সালে এই আসনে বিজেপি জয় লাভ করলেও তারপর বিধানসভায় ভরাডুবি হয় বিজেপির। লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধানসভাতেই বিপুল ব্যাবধানে জয়লাভ করে তৃনমূল। তারপর পঞ্চায়েতেও ভরাডুবি হয় বিজেপির। এবার পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে একটিও আসন পায়নি বিজেপি কিছু গ্রাম পঞ্চায়েত আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। প্রায় তলানিতে থাকা সংগঠনকে ফের চাঙ্গা করে ভোট ময়দানে বিজেপি। তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্যস্তরীয় নেতারা দফায় দফায় প্রস্তুতি মিটিং করে চলেছেন। প্রচারে এবং পরিসংখ্যানে তৃণমূলকে পেছনে ফেলতে প্রধানমন্ত্রীর সভাকেই পাখির চোখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চরম ব্যস্ততা বিজেপির অন্দরমহলে।