নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: অন্ডালে পলাশবন এলাকায় মঙ্গলবার ভোররাতে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহ ধরে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি দুর্গাপুরের মহকুমা হাসপাতাল এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
এই বিষয়ে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল জানান, ' শারীরিক নির্যাতনের করা হয়েছে জানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই ব্যক্তি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে। মাথায় গুরুতর চোট রয়েছে। '
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় ছবি। আর সেই ভাইরাল ভিডিও তে শোনা যাচ্ছে রানীগঞ্জ এর বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্রীদাম মন্ডল এর নাম করছে। তবে কি কারণে উপপ্রধানের নাম করছেন ? মোবাইল চুরির সাথে কি উপপ্রধানের কোন যোগ রয়েছে? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তির নাম লালু মন্ডল। তিনি রানীগঞ্জ বেলুনিয়া এলাকার বাসিন্দা। অতীতে ওই ব্যক্তি মোবাইল চুরি ঘটনায় সাথে জড়িত বলে সূত্রের খবর।