দীর্ঘদিন ধরে বেহাল সাঁকো, দুর্ঘটনা হতেই রাগে আগুন লাগিয়ে দিল মানুষ!

কাঠের সেতু ভেঙে ফেলা থেকে তাতে আগুন ধরিয়ে দিল এলাকাবাসী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-12 at 5.20.18 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিন ধরে বেহাল গুরুত্বপূর্ণ সাঁকো। ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এলাকার মানুষজনকে। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। কাল রাতে ওই কাঠের সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে মোটর বাইক নিয়ে সাঁকো থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি আহত হতেই ক্ষিপ্ত জনতা গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো ভেঙে আগুন ধরিয়ে দিল। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কদমতলা এলাকায়। 

জানা যায় কদমতলা এলাকায় শিলাবতী নদীর উপর গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো দিয়ে পারাপার করে চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লকের একাধিক গ্রামের মানুষজন। দুই ব্লকের সংযোগকারী সাঁকো বলা যেতে পারে এটিকে। কয়েক বছর ধরে বেহাল সাঁকো। একাধিকবার প্রশাসনকে বলেও মেরামতের কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন এমনই অভিযোগ এলাকার মানুষজনের।  এই সাঁকো থেকে পড়েই একাধিকবার বহু মানুষ আহত হয়েছে। কাল রাতেও চন্দ্রকোনা দু নম্বর ব্লকের টেনপুর এলাকার বাসিন্দা শেখর হাজরা কাঠের সাঁকো পেরোনোর সময় মোটর বাইক নিয়ে সাঁকো থেকে পড়ে আহত হয় ও দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। আর এতেই ক্ষিপ্ত জনতা গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো ভেঙে আগুন ধরিয়ে দিল। ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা।