নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারের তরফে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর ঘোষণা শুরু হওয়ার পরেই শুরু হয়েছে তড়িঘড়ি ।
ঘাটাল মহকুমার অন্তর্গত বিশেষ করে দাসপুরে বন্যার প্রভাব যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে শুরু হয়েছে খাল খননের কাজ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খাল হল দাসপুরের পলাশপাই খাল। এই খাল বন্যা নিয়ন্ত্রণের জন্য খনন করা শুরু হয়েছে আর বাঁধকে উঁচু করা হচ্ছে যাতে বন্যার জল উপচে এলাকায় প্রবেশ না করে। তার জন্য করা হচ্ছে গার্ডওয়ালের কাজ, কিন্তু এক অভিনব চিত্র দেখা গেল ওই গার্ডওয়ালের কাজে। বাঁশের তৈরী চাঁচ দিয়ে করা সেই কাজ যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হল ঐ এলাকায়। তড়িঘড়ি এলাকাবাসী বিষয়টি নিয়ে প্রশাসনে জানালে আজ সকালে দাসপুর ২ BDO সহ প্রশাসনিক কর্মকর্তারা এসে কাজে নিযুক্ত ঠিকাদারকে প্রশ্ন করলে তড়িঘড়ি তা খুলে নেওয়ার ব্যবস্থা করে তারা। এই কাজে খুশি এলাকার মানুষ।