BREAKING : সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি ! ৯ই মে জম্মুর পাঁচ জেলায় বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
ভাঙবে তবু মচকাবে না, পাকিস্তানের আক্রমণের স্বরূপ তুলে ধরলেন আমাদের প্রতিনিধি
BREAKING : এই যুদ্ধ সন্ত্রাসবাদকে শেষ করার যুদ্ধ ! এবার অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভ্রাতৃত্ববোধ-এর নামে পাকিস্তান সফর! তুলোধোনা করলেন ভারতের এই নেত্রী
BREAKING : দেশের বিষয়ে আমরা সবাই এক ! এবার মোদির পাশে থাকার বার্তা দিলেন এই হেভিওয়েট নেতা
BREAKING : জন্ম থেকেই মিথ্যা বলে পাকিস্তান ! ফের পাকিস্তানকে আক্রমণ করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী
পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম শেষ, জানিয়ে দিলেন খোদ কর্নেল কুরেশি
BREAKING: "ভারতের দেওয়া প্রমান ব্যবহার করে পাকিস্তান"! হল ঘোষণা
BREAKING : গোটা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা

MGNREGA প্রকল্পের তিন বছরের বকেয়া টাকার দাবিতে বিডিও অফিসে ধর্না ও ডেপুটেশন কর্মসূচী

কারা করলেন বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
mnregaprotest

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: মঙ্গলবার দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত দু'ঘন্টা চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও অফিসে ধর্না কর্মসূচী পালন এবং তারপর বিডিও'র সাথে সাক্ষাৎ করে তার হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। চন্দ্রকোনা-২ ব্লক MGNREGA ভেন্ডর এসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে ব্লকের মোট ৬০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিডিও অফিসের ভিতর গেটের সামনে ত্রিপল পেতে ধর্নায় বসেন ব্লকের সমস্ত ঠিকাদাররা। ২ ঘন্টা ধর্না চলার পর বিডিও উৎপল পাইকের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি সম্মিলিত একটি ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়।

ঠিকাদাররা জানান, সারা বাংলা MGNREGA ভেন্ডর এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লক অফিসে এই ধর্না ও ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়। সেই মতো চন্দ্রকোনা-২ ব্লক MGNREGA ভেন্ডর এসোসিয়েশনের সমস্ত ঠিকাদাররা বিডিও অফিসে ধর্না ও ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত হয়। ঠিকাদারদের দাবি, MGNREGA প্রকল্পের বিভিন্ন কাজে টেন্ডার ভিত্তিক কাঁচামাল সরবরাহ করেছিল ঠিকাদাররা। ৩ বছরের তাদের সরকারি কাজে কাঁচামাল সরবরাহের টাকা জনপ্রতি লক্ষ লক্ষ বকেয়া পড়ে রয়েছে। তারা কেন্দ্র রাজ্য বুঝে না, নিয়ম মেনে সরকারি MGNREGA প্রকল্পের কাজে টেন্ডার ভিত্তিক ঠিকাদাররা কাঁচামাল সরবরাহ করেছে। তাদের সেই কাঁচামাল সরবরাহের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। এই দাবি নিয়েই বিডিও অফিসে ধর্না ও বিডিও'র দ্বারস্থ হয়ে ঠিকাদারদের সমস্যার কথা তুলে ধরে একটি ডেপুটেশন পত্রও তুলে দেওয়া হয়েছে। বিডিও উৎপল পাইক তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন দাবি ঠিকাদারদের।