BREAKING : যুদ্ধবিরতির আগে সর্বদলীয় বৈঠক হওয়া উচিত ছিল ! এবার যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি করলেন সিদ্দারামাইয়া
চীনের প্ররোচনায়, পাকিস্তান ভারতের উপর ছোটখাটো আক্রমণ চালিয়ে যেতে পারে- এল বিশেষ মন্তব্য!
BREAKING : সীমান্তে শহিদ বিএসএফ (BSF) অফিসার ইমতিয়াজের শেষকৃত্য হাজির গোটা গ্রাম !
BREAKING : দেশের সবথেকে বেশি ক্ষতি করেছেন ইন্দিরা গান্ধী ! বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অনিল ভিজ
BREAKING : একজন কিংবদন্তিকে মিস করব ! বিরাট কোহলিকে শ্রদ্ধা জানালেন ঋষি সুনাক
"নতুন ভারত - কৌশল দ্বারা পরিচালিত, শক্তি দ্বারা চালিত এবং তথ্য দ্বারা সমর্থিত"
BREAKING : ধ্বংস করা হয়েছে চীনের তৈরী PL-১৫ মিসাইল ? বড় প্রমান দিল ভারতীয় বায়ু সেনা
অপারেশ সিঁদুরের পরেই বাঙ্কারে লুকিয়েছিলেন পাক সেনাপ্রধান, বিদেশে পালিয়েছে পরিবার, সামনে চাঞ্চল্যকর তথ্য
আরজেডি নেতা তেজস্বী যাদব কী বলেছেন?

বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক

জেলায় বন্যা পরিস্থিতি।

author-image
Adrita
New Update
w

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি শুরু হয়েছে। এলাকায় গ্রামে গ্রামে ঢুকছে বন্যার জল। মাটির বাড়িগুলিও জলমগ্ন হয়েছে। রাস্তা ও চাষের জমিগুলিও জলের তলায়। সব মিলিয়ে কার্যত মহা সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। 

এই খবর পাওয়ার পরেই আজ সকালে ওই এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিয়ে হাজির হোন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। তাদের অভিযোগ এলাকায় নদীর জল এতো বেড়েছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো মাইকিং করা হয়নি। এমনকি প্রত্যেক গ্রামে গ্রামেও কোনও কিছু জানানো হয়নি। এই অভিযোগ তুলেই বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদেরকে শান্ত করতে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।

বিধায়ক হুমায়ুন কবীর জানান, '' এলাকার মানুষজন যে বিক্ষোভ দেখিয়েছে তা ঠিক। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার নদীর বাঁধ সংস্কার করা হয়নি। এই বিষয়ে সেচ দফতরের উদাসীনতা রয়েছে। আমি সেচ দফতরের প্রধানের সঙ্গে কথা বলবো। আপাতত বন্যা দূর্গতদের জন্য ত্রাণ শিবির এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ''