১৭ বছরের নাবালিকার আত্মহত্যা, গ্রেফতার বিধায়ক জাহিদ বেগের ছেলে জাইম বেগ

গ্রাম থেকে নাবালিকাদের ধরে এনে বলপূর্বক গৃহকর্মে বাধ্য করতেন উত্তরপ্রদেশের বিধায়ক জাহিদ বেগের ছেলে জাইম বেগ।

author-image
Debapriya Sarkar
New Update
Jahid beg

নিজস্ব প্রতিবেদন : সমাজবাদী পার্টির বিধায়ক জাহিদ বেগের ছেলে জাইম বেগের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা ও শিশুশ্রম মামলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলার তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা সমাজের জন্য একটি গুরুতর সমস্যা নির্দেশ করে। সম্প্রতি ১৭ বছরের কিশোরী আত্মঘাতী হয়। সেই তদন্তের মামলা করতে গিয়ে বেরিয়ে আসে সমাজবাদী পার্টির বিধায়ক জাহিদ বেগের ছেলে জাইম বেগের নাম।

উল্লেখিত ঘটনার তদন্তে জানা যায়, গ্রাম থেকে মেয়েদের নিয়ে এসে জোরপূর্বক গৃহকর্মে নিযুক্ত করতেন জাইম, যা শিশুশ্রম আইনের পরিপন্থী। ১৭ বছর বয়সী ওই কিশোরী কাজের চাপে আত্মঘাতী হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায় যায়নি, আরও একটি মেয়েকে জোরপূর্বক গৃহের কাজ করাচ্ছেন। তারপরেই উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার করে জাহিদ বেগের ছেলে জাইমকে। 

জাইম বেগের গ্রেফতারি প্রক্রিয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সমাজে শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিধায়ক জাহিদ বেগ পাল্টা অভিযোগ করেন যে, যোগী সরকার ইচ্ছাকৃত তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।