তৃণমূল সুপ্রিমো মমতার হাত মাথায়! রক্ষা পাবে কি বিধায়ক?

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টানা ১৪ ঘন্টা সিবিআই তল্লাশি চালিয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে। তল্লাশি চালানো হয়েছে তিনি যে কলেজের সভাপতি সেখানেও।

author-image
Pallabi Sanyal
New Update
mamata tapas

মমতা বন্দ্যোপাধ্যায় - তাপস সাহা

নিজস্ব সংবাদদাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টানা ১৪ ঘন্টা সিবিআই (CBI)তল্লাশি চালিয়েছে তেহট্টের (Tehatta) তৃণমূল বিধায়ক (TMC MLA)তাপস সাহার (Tapas saha)বাড়িতে। তল্লাশি চালানো হয়েছে তিনি যে কলেজের সভাপতি সেখানেও। এদিকে, দলের তরফে কোনো যোগাযোগ করা হয়নি বলে যেমন আক্ষেপের সুর শোনা গিয়েছে বিধায়কের গলায়, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)হাত অর্থাৎ আশীর্বাদ তার সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন। যদিও এড়িয়ে গিয়েছেন অভিষেক প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)সঙ্গে দেখা হয় না, কথা হয় না বলে সাফ জানিয়েছেন তাপস। এমনকি অভিষেকের অফিসে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না বলেও জানিয়েছেন। শেষ পর্যন্ত কী রয়েছে তাপসের ভাগ্যে সেটাই এখন দেখার।