নিজস্ব সংবাদদাতা: গণবিবাহের আয়োজন বাঘমারিতে (Baghmari Mass Wedding)। ৫ যুগলের চার হাত এক হল এদিন। অন্যতম উদ্যোক্তা ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডে (Supti Pandey)। প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়েছি বাঘমারির গণবিবাহের অনুষ্ঠান পা দিল তৃতীয় বছরে।
এদিন অনুষ্ঠানে বিধায়ক সুপ্তি পান্ডে বলেন, অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি কাজ করছেন আমাদের ভাইয়েরা। এটা প্রথমবার নয়। এবং দেখবার মতো করে আমাদের যেগুলো আমাদের মতো সাধারণ গৃহস্ত মানুষ চিন্তা করতে পারেন না। যেমন একটা সাধারণ ঘরের মেয়ের বিয়ে বাবা-মা চান ঝলমলে আলোর মধ্যে দেবেন, সেই ভাবেই ধুমধাম করে, স্বামীদের ৱ্যালিতে ঘুরিয়ে বেশ জাঁকজমকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেষ্টা করি সকলের সব ইচ্ছে যেন পূরণ করতে পারি।