জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস, বললেন স্থানীয়রা—"ভয় নেই, সেনার উপর ভরসা আছে"
পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিল ভারতীয় সেনা, এক রাতেই ধ্বংস ৫০টির বেশি ড্রোন
এক রাতেই বদলে গেল চিত্র! প্রশাসনের নির্দেশে উধমপুরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
যখন তখন বিপদের আশঙ্কা! রাজস্থানে আচমকা রেড অ্যালার্ট জারি
মুজাফফরাবাদ এবং অন্যান্য অঞ্চলে ভারত আঘাত হানে
বিদ্যুৎ ফিরল শ্রীনগরে
পুঞ্চে সীমান্ত রেখা বরাবর ফের শোনা গেল বিস্ফোরণ, রইল ভিডিও
প্রতিটি পণ্যের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, পাকিস্তানেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৫- ভারত নয় বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তর থেকেই- কি বলা হচ্ছে জানুন
BREAKING: ড্রোন আতঙ্কে বন্ধ ২৪ বিমানবন্দর! যাত্রীদের জন্য জারি সতর্কবার্তা

বিধায়কের উদ্যোগে আলোয় আলোকিত হল গ্রাম!

শনিবার ফিতে কেটে, নারকেল ফাটিয়ে ২৫ কেবির ট্রান্সফর্মাটির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং।

author-image
Pallabi Sanyal
New Update
বিধান উপাধ্যায়

বিধান উপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, সালানপুর : প্রায় এক মাস আগেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে (Didir Suraksha Kawach) বারাবনির বিধায়ক তথা মেয়র (Mayor) বিধান উপাধ্যায়ের (Bidhan Upadhyay)কাছে সালানপুর পঞ্চায়েতের ভূঁইয়া ধাওড়া গ্রামের (Bhuiya Dhaora Village) মানুষজন অভিযোগ করেন তাদের গ্রামের বিদ্যুৎ সংযোগ নিয়ে। তখনই বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাদের কথা দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে বিদ্যুৎ তিনি পৌঁছে দেবেন। আর ঠিক এক মাসের মধ্যেই গ্রামে ২৫ কেবি ট্রান্সফর্মার বসিয়ে ১৫০টি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন বিধায়ক বিধান উপাধ্যায়। শনিবার ফিতে কেটে, নারকেল ফাটিয়ে ২৫ কেবির ট্রান্সফর্মাটির উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, তৃণমূল নেতা ফুচু বাউরি সহ আরো অনেকে। এইদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ''ভূঁইয়া ধাওড়া গ্রাম আগে ইসিএলের জায়গায় বসে ছিল কিন্তু বনজেমারী কোলিয়ারী যখন সম্প্রসারণ হয় তখন এই গ্রাম উঠে বসে সালানপুর গ্রাম পঞ্চায়েতের এই জায়গায়। কিন্তু বহু বছর ধরে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যখন আসি, তারা সবাই মিলে আমাকে বলেছিল এই সমস্যার কথা। আমি উচ্চ নেতৃত্ব এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলায় ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।''