ভোট হিংসাঃ আসল খুনি রাজ্যপাল! মামলার হুঁশিয়ারি মদনের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
,m

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে হিংসায় প্রাণ গিয়েছে ১৭ জনের। আবার কোথাও জলে ভেসেছে, কোথাও দাউদাউ করে জ্বলেছে ব্যালট বাক্স। প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। এদিকে ভোটে হিংসার যাবতীয় দায় রাজ্যপালের ঘাড়ে চাপালেন কামারহাটির বিধায়ক এবং তৃণমূল নেতা মদন মিত্র। একইসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয়ে আইনজীবীর পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

মদন মিত্র বলেন, "এতগুলো খুনের জন্য আসল এফআইআর রাজ্যপালের বিরুদ্ধে হওয়া উচিত। খুনের জন্য যদি কেউ উস্কানি দিয়ে থাকে তাহলে তা রাজ্যপাল দিয়েছেন। রাজ্যপাল যা করেছেন তাতে আমি যদি ওঁর জায়গায় থাকতাম তাহলে পদত্যাগ করতাম। উনি করবেন না। ওঁর ব্যক্তিগত বিষয়।"

তিনি আরও বলেন, "আমি একজন বিধায়ক হিসাবে ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আমি এই বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলছি।"