অষ্টমীতে পুরোহিতের আসনে বিধায়ক!

পুরোহিতের আসনে বিধায়ক। পুজোর সময় আদি বাড়িতে ব্যস্ততা ভুলে মেতেছেন সৌমেন কুমার মহাপাত্র।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaaa

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সারা বছর রাজনিতী করেই কেটে যায়। বর্তমানে তিনি পাঁশকুড়ার বাসিন্দা। তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পিন্ডরুইতে আদি বাড়ি৷ পরিবারের বাকি সদস্যরা সেখানেই থাকেন।পুজোর এই চারদিন গ্রামের বাড়িতে পরিবারের লোকেদের সঙ্গেই কাটান বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এমনকি পুরো পুজোটা তিনি নিজের হাতেই করেন। কর্মসূত্রে বিদেশে থাকেন পরিবারের সদস্যরা। তারাও ফিরে আসেন পুজোর সময়। জমিয়ে খাওয়া দাওয়া,আড্ডা,পুজো হয়। সব মিলিয়ে বেশ আনন্দেই কাটে প্রায় ৩০০ বছরের বেশি পুরনো পুজোর দিনগুলি। বিধায়কের স্ত্রী,ছেলে,বৌমা,মেয়ে সবাই উপস্থিত হন। ঘট ডোবানো,থেকে কলাপূজা,কুমারী পূজা,সিঁদুর খেলা সবই হয় রীতি মেনে। 

hiren