নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ গত এক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক নদীতে ভাঙন ধরেছে। চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে। তার জল এলাকা থেকে নামতে না নামতেই ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে বিস্তর। যার ফলে জলমগ্ন একাধিক এলাকা। ধান,সবজির ফসল সব জলের তলায় ডুবে রয়েছে। চিন্তিত এলাকাবাসীরা।
ডেবরার যে সমস্ত নদী বাঁধ গুলি ভেঙে গিয়েছিল তা সংস্কার ইতিমধ্যে শুরু হয়েছে। সেই নদী বাঁধ পরিদর্শন করতে গিয়ে বিধায়কের কাছে স্থানীয়রা আর্জি জানান যাতে সঠিক সার্ভে করে ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা পান। এদিন ডেবরা ব্লকের নন্দবাড়ি, বীরসিংহপুর, খাজুরি এলাকা বাঁধ বাধার কাজ খতিয়ে দেখেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর।
তার সঙ্গে এদিন ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া। তিনি এলাকায় গিয়ে দেখেন এখনও ডেবরার খাজুরি ও তার পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন। এই নিয়ে ওই এলাকাতেই সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু আবার যদি নদীতে জল বাড়ে বা ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে আবার চরম সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের। সেই চিন্তাতেই দিন কাটছে তাদের।