নিজস্ব সংবাদদাতা: জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে বিক্ষোভ মিছিল বিধায়কের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজারে। ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের উদ্যোগে ওয়াকফ বিল বাতিল, একাধিক জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে অপমান করার প্রতিবাদ জানিয়ে ডেবরা বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এদিন ডেবরা ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন এদিন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সীতেশ ধাড়া, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সেখ সাবির আলি,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, বিশিষ্ট শিক্ষক তথা আদিবাসী সমাজের নেতা সনাতন হেমরম, জেলার নেতা বিবেকানন্দ মুখার্জী, কর্মাধ্যক্ষ অশ্বিনী সরদার সহ অনান্যরা। ডেবরা বাজার জুড়ে এই মিছিলে দুই হাজারের বেশী মানুষের উপস্থিতি ছিল আমার এদিন।
/anm-bengali/media/media_files/VzFQBG1nSL37dTXAuO0t.jpg)