পূর্ব মেদিনীপুর, পটাশপুর: ক্রীড়া প্রেমীদের উৎসাহ প্রদানে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাশালীদের তুলে আনতে আলাদা করে ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজেদের উদ্যোগে একাধিক কেন্দ্রে ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে বিধায়ক, সাংসদরা। একাধিক খ্যাতনামা খেলোয়াড় উপহার দিয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। খেলাধূলার অন্যতম তীর্থক্ষেত্রে এবার সেরকমই ক্রীড়া উৎসবের আয়োজন।
জেলার প্রতিভাশালী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হল এমএলএ কাপ। পটাশপুরের এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে আগামী ১৭ই ডিসেম্বর থেকে আগামী ২৬ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে পটাশপুর এমএল এ কাপ ২০২৪। দিবারাত্রি আন্ত:ব্লক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে টিকরাপাড়া হাইস্কুলের গ্রাউন্ডে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় শোভাযাত্রা সহকারে খেলার সূচনা হয়।
পাশাপাশি এ দিন সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল। এদিন এম এল এ কাপ- ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। পটাশপুর বিধানসভার বিভিন্ন প্রান্তের বাছাই করা ৩২টি বয়েজ টিম, ৮টি গার্লস টিম এবং ১৬টি বেবী লিগ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রঙিন আতসবাজি প্রদর্শন। দশ দিনের দিবারাত্রি প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া প্রেমীদের আনন্দ দেওয়ার পাশাপাশি খেলার প্রসার ঘটবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
মঙ্গলবার টিকরাপাড়া হাইস্কুল গ্রাউন্ডে এম এল এ কাপ -২০২৪ নিয়ে সাংবাদিক বৈঠক করেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি। তিনি জানান, শিক্ষা, সংস্কৃতির পাশাপাশি খেলার মানোন্নয়ন ঘটাতে দ্বিতীয় বছর এমএলএ কাপের আয়োজন করা। খেলায় শুধু এই রাজ্যের খেলোয়াড় নয়, ভিন রাজ্য ও ভিন দেশের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন। ক্রীড়া প্রেমীদের উৎসাহিত করার পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের খেলাধুলার আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রয়াস বলে জানান সভাপতি স্বপন মাইতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পিজুস কান্তি পন্ডা, জেলা পরিষদের সদস্য মৃণালকান্তি দাস ও বিমান নায়ক এবং পটল আদক, পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ প্রমুখ।
. . . . . . . . . . . . . .