ডেবরায় ফুটবল উত্তেজনা : MLA CUP 2024 এ প্রথম দিনেই জয়লাভ করল নয়াগ্রাম

ডেবরা বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় শুরু হলো MLA CUP 2024। ১০০ বাইক র‍্যালি দিয়ে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে জয় লাভ করে নয়াগ্রাম।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা হরিমতী হাইস্কুল মাঠে আজ শুরু হলো MLA CUP 2024, যা আয়োজন করেছেন ডেবরা বিধানসভার বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ড. হুমায়ুন কবীর।

publive-image

আজকের অনুষ্ঠান শুরু হয় প্রায় ১০০ বাইক নিয়ে ৩০ কিলোমিটার র‍্যালি দিয়ে, এরপর মাঠে শুরু হয় ফুটবল খেলা। প্রথম দিনের খেলায় জয় লাভ করে নয়াগ্রাম। বিধায়ক ড. হুমায়ুন কবীর এই আয়োজনের শুভ উদ্বোধন করে বলেন, “ডেবরায় ক্রীড়া প্রেমী বহু মানুষ রয়েছেন। তাদের জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। আজ আমরা দুটি খুশি উদযাপন করছি—একটি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জয় এবং অন্যটি আমাদের এই ক্রীড়াযজ্ঞের শুভ সূচনা।”

publive-image

আগামী ১৫ ডিসেম্বর ফাইনাল ম্যাচের আয়োজনও করা হয়েছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং স্থানীয় নেতৃত্বরা। প্রথম দিনের খেলায় হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।