নিজস্ব সংবাদদাতা : গত ২৩শে নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিমতী হাইস্কুল মাঠে শুরু হয়েছিল MLA CUP-2024, যা আয়োজন করেছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ড. হুমায়ুন কবীর। এই ফুটবল টুর্নামেন্টে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, নদীয়া সহ একাধিক এলাকা থেকে বিভিন্ন ফুটবল দল অংশগ্রহণ করে। আজ অনুষ্ঠিত হল এই টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ।
ফাইনাল ম্যাচে অন্নপূর্ণা একাদশকে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঝাড়গ্রাম পুলিশ একাদশ। জয়ী দলকে পুরস্কৃত করেন ডেবরা বিধানসভার বিধায়ক ড. হুমায়ুন কবীর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী, জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, এবং ডেবরা ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।
খেলা দেখতে উপস্থিত ছিলেন দুই হাজারের বেশি দর্শক। বিধায়ক ড. হুমায়ুন কবীর বলেন, "ডেবরা ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় অনেক খেলোয়াড় রয়েছে যারা খেলতে ভালোবাসে। ডেবরার মানুষকে এই খেলা উপহার দিতে পেরে আমি আনন্দিত। এই খেলা আমি আমার মা, সর্গীয় জিন্নাতুল্লা আরা বেগমের নামে শুরু করেছিলাম, এবং মানুষের ভালোবাসায় হরিমতী হাইস্কুল মাঠে এটি সফল হয়েছে।"