জঙ্গিদের শেষকৃত্যে কোন কোন পাক পুলিশ আধিকারিক অংশগ্রহণ করেছিলেন! সামনে এল সমস্ত তথ্য
অর্থের বিনিময়ে দেশের সেনার গোপন তথ্য ফাঁস, যোগ রয়েছে পাক হাইকমিশনের! পাঞ্জাব পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
এটা একটা ট্রেলর ছিল মাত্র! অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে কী পরামর্শ দিলেন প্রাক্তন বায়ু প্রধান
জেলে ভেঙে পালিয়েছিল! অবশেষে NIA-এর হাতে কুখ্যাত খালিস্তানি জঙ্গি
সীমান্ত কি কিছুটা শান্ত হল! ফিরোজপুর থেকে তুলে নেওয়া হল ব্ল্যাকআউট
পাকিস্তান ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল মিশর! বড় ঘোষণা বিদেশমন্ত্রী
ট্রাম্প নয়, সংঘর্ষ বিরতির জন্য প্রথম ফোন করে কান্নাকাটি করেছিল পাকিস্তান! বিস্ফোরক দাবি ভারতের ডিজিএমও-এর
আর সম্পত্তি কর দিতে হবে না নিরাপত্তা রক্ষীদের! বড় ঘোষণা রাজ্যের
পাকিস্তানে হামার জন্য প্রস্তুত ভারতের নৌবাহিনী! আরব সাগরের কোথায় মোতায়েন করা হয়েছে ভারতীয় যুদ্ধ জাহাজ

শ্রমিক সঙ্কট, নিজে মাথায় করে রাস্তার কাজের সামগ্রী বইলেন বিধায়ক

বিধায়কের প্রশংসায় গ্রামবাসী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-24 at 4.33.19 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পরনে হলুদ জামা মাথায় গামছা,ধামা নিয়ে যিনি গুটি-বালি বইছেন ইনি কোনও শ্রমিক নন, ইনি বিজেপির ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট। হঠাৎ করে বিধায়ক মাথায় ধামা নিয়ে বালি-গুটি বইছেন কেন? জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার অজবনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ানন্দী গ্রামের জানা পাড়ায় বিধায়ক তহবিল থেকে ৪৫০ ফুট একটি ঢালাই রাস্তার কাজ মঞ্জুর হয়েছে। বুধবার শুরু হয়েছে ওই রাস্তার কাজ। তবে হাতে গোনা কয়েকজন শ্রমিককে নিয়ে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। 

রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নজরে আসে পুরো বিষয়টি। শ্রমিকের সংখ্যা কম, রাস্তার কাজ সম্পন্ন হতে বিলম্ব হবে।তৎক্ষণাৎ শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় পাগড়ি বেঁধে নেমে পড়েন কাজে। গুটি, বালি ও সিমেন্ট থেকে শুরু করে নানান সামগ্রী ধামাইয়ে করে বইলেন বিধায়ক, যা দেখে হতবাক এলাকার মানুষজন। এলাকার মানুষদের দীর্ঘদিনের সমস্যা ছিল এই যাতায়াতের রাস্তা। সেই  রাস্তার কাজ শুরুর দিনই শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় বিধায়ক নিজেই নেমে পড়লেন কাজে। মানুষ বিধায়কের এহেন ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ।

তৃণমুল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি হলেও গ্রামের বেহাল রাস্তার হাল ফেরাতে এতো বিলম্ব। শেষমেশ বিধায়কের তহবিলে হাল ফিরতে চলেছে গ্রামের রাস্তার। যদিও এতে কটাক্ষের সুরে উত্তর দিয়েছে শাসক শিবির। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি বলেন, "সামনে ২৬- এর বিধানসভা ভোট।বিধায়কের সময় ঘনিয়ে আসছে তাই এই সময় মেকি শ্রমিক দরদী হিসেবে এবং উন্নয়নের নামে নিজেকে জাহির করছেন। বিগত ৪ বছর ইনি ঘাটালের বিধায়ক।এতোদিন দেখা যায়নি"। তবে নিজের দখলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থাকা সত্বেও তারা গ্রামের দীর্ঘদিনের রাস্তার সমস্যা মেটাতে না পারার দায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ বন্ধের দিকেই ঠেলেছেন ঘাটালের শাসকদলের ব্লক সভাপতি।

ajabbjp